• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯

বাণিজ্য

টাঙ্গাইল শাড়ির জিআই: ‘আবেদনে অসত্য তথ্য দিয়েছে ভারত’

  • ''
  • প্রকাশিত ১০ ফেব্রুয়ারি ২০২৪

বাণিজ্য ডেস্ক:

বাংলাদেশের টাঙ্গাইল শাড়ির ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেতে ভারতের আবেদনে অসত্য তথ্য উপস্থাপন ও তথ্যের অপব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও গবেষণা বিশ্লেষক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে সেন্টার ফর পলিসি ডায়ালগের সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।  বলেছেন, দেশের ৫০ হাজার শাড়ি প্রতি সপ্তাহে ভারতে যাচ্ছে। তারা যদি বাংলাদেশের শাড়ি তৈরি করে, তবে এ দেশের ঐতিহ্যগত সুনাম নষ্টের পাশাপাশি আর্থিক ক্ষতিও হচ্ছে।  এতে দেশের কাপড়, তাঁতি ও কারখানা ক্ষতিগ্রস্ত হবে।

উল্লেখ্য, ভারতের আবেদনে বলা হয়, হিন্দুরা ভারতে চলে যাবার সাথে সাথে টাঙ্গাইল শাড়িও নিয়ে যায়।  এ প্রসঙ্গে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আসলে তা সত্য নয়।  প্রচুর মুসলমান তাঁতি টাঙ্গাইলে রয়েছে, যারা শাড়ি বুনেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads